উত্তপ্ত হয়ে রয়েছে ইরানের পরিস্থিতি। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। খামেনির উপর আক্রমণ হলেই যুদ্ধ। ভাবতে পারছেন, এতো পুরো ওপেন থ্রেট দিচ্ছে ইরান। এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভেনেজুয়েলার মতো খামেনিকেও তোলার প্ল্যান রয়েছে ট্রাম্পের?
Iran threatens war if Khamenei is attacked