scorecardresearch
 
Advertisement

Gaza War Food Crisis: খাবারের ব্যাপক সঙ্কট, লাখে লাখে মানুষ শেষ হবে!

Gaza War Food Crisis: খাবারের ব্যাপক সঙ্কট, লাখে লাখে মানুষ শেষ হবে!

হুঁশিয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের| যুদ্ধের পর গাজায় শুরু হবে দুর্ভিক্ষ|অভুক্ত মানুষ আরও ভয়ানক অবস্থার মুখোমুখি হবে| আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়ানক হবে| গাজা-ইজরায়েল সংঘর্ষের জের| অনাহারে দিন কাটছে হাজার হাজার মানুষের| যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ভেঙে পড়বে দেশের অর্থনীতি| আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে ঠেকেছে| জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে| ওষুধ নেই, খাবার নেই, চিকিৎসা ব্যবস্থা নেই| আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন আন্তোনিও গুতেরেস| সীমান্ত পরিদর্শনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ| গাজা সীমান্ত পরিদর্শনে মিশরে পৌঁছলেন সদস্যরা| ঘুরে দেখলেন রাফা সীমান্ত|

Gaza War Food Crisis

TAGS:
Advertisement