scorecardresearch
 
Advertisement

Israel-Gaza War Update: ফিলিস্তিনি শিশুদের মেরে ভালো মানুষ সেজে ট্রাক ভর্তি ত্রাণ ইজরায়েলের!

Israel-Gaza War Update: ফিলিস্তিনি শিশুদের মেরে ভালো মানুষ সেজে ট্রাক ভর্তি ত্রাণ ইজরায়েলের!

দেখতে দেখতে এক মাসের বেশি সময় হতে চলল ইজরাইল-ফিলিস্তিনি যুদ্ধ। তবে দিন দিন যুদ্ধের আঁচ ক্রমশ বেড়েই চলেছে। 7ই অক্টোবর ফিলিস্তিনি জঙ্গিরা ইজরায়েলে প্রথমবার হামলা চালায়। তারপর থেকেই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে গুঁড়িয়ে গেছে ফিলিস্তিনের হাসপাতাল থেকে শুরু করে ঘরবাড়ি, স্কুল-কলেজ, বড় বিল্ডিং। গাজা শহর যেদিকেই চোখ যাচ্ছে শুধু ধ্বংসস্তূপ। সেখানে আহত মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়াটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ হাসপাতাল বলে তো সেখানে আর কিছুই নেই। নেই খাবার-জল। ভেঙে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। গোটা শহর একেবারে অন্ধকারে। হাসপাতালে যে সমস্ত আহত শিশুদের নিয়ে আসা হচ্ছে তারা পরিষেবা না পেয়ে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। কারণ একটাই , চিকিৎসা ব্যবস্থা চালাতে গেলে প্রয়োজনীয় সরঞ্জাম ও বিদ্যুৎ তার কোনটাই যে নেই। আর এই অবস্থা দেখে চাপে পড়ে পিছে হটতে বাধ্য হয়েছে নেতানিয়াহু সরকার। তারা ইতিমধ্যে শয়ে শয়ে গাড়িয গাজা স্ট্রিপে পাঠাতে শুরু করেছে।

Israel Giving relief to Palestine byt

Advertisement