Advertisement

Israel Palestine Conflict Live: ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালক রোগী বাঁচাতে পেরে কাঁদছেন! যুদ্ধের কী অবস্থা

ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালক কাউকে বাঁচাতে পারছেন না। আর তা না পেরে কান্না জুড়ে দিয়েছেন তিনি। যে দিকে চোখ যাচ্ছে সেদিকেই কেবল হাহাকার। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। আর তারপর হঠাৎ বিষ্ফোরণ। আর তারপরই প্রাণ বাঁচাতে দৌড় লাগালেন চালক। আর সেই হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক ভাইরাল হয়েছেন। দিকে দিকে বৃষ্টির মতো আকাশ থেকে পড়ছে একের পর এক মিশাইল। আর তাতেই ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু। 9 অক্টোবর, সোমবার হঠাৎই ফিলিস্তিনের বোম্বিং শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ভিডিওতে দেখা যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স রস্তা দিয়ে যাচ্ছে। আর সেই সময় হঠাৎ করে একটা মিশাইল আকাশ থেকে নীচে পরে। আর তারপরই যে যেখানে ছিল সেখান থেকে প্রাণ ভয়ে দিকবিদিক শুন্য হয়ে দৌড়তে থাকেন। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা চালক অ্যাম্বুলেন্স ছেড়ে কাঁদতে কাঁদতে দৌড়তে থাকেন।

Israel-Hamas War News Live Updates

Advertisement