Advertisement

Israel Gaza Conflict : জলের পাইপ দিয়ে ড্রোন বানাচ্ছে ফিলিস্তিনি জঙ্গিরা! ভিডিও দেখাল IDF, নতুন ভাবে আক্রমণ!

7 অক্টোবর। ইজরায়েলের ঘরের ভিতরে ঢুকে রীতিমতো হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গিরা। লাগাতার রকেট হামলা চলে ফিলিস্তিনের তরফে।  পনেরো থেকে কুড়ি মিনিটের মাথায় আছড়ে পড়েছিল রকেটগুলো। বিশ্বের অন্যতম সেরা তিন তিনটি গুপ্তচর সংস্থা, সেরা এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত বোকা বানিয়ে ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের হামলা ভিত নাড়িয়ে দিয়েছিল ইজরায়েলের। সম্প্রতি ইজরায়েল ডিফেন্স ফোর্স একটি ভিডিও প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়।

Israel-Hamas War News Live Updates

Advertisement