Operation Sindoor এর মাধ্যমে Pakistan কে Pahalgam হামলার কড়া জবাব দিয়েছে ভারত। এরপর পাকিস্তানের তরফে প্রত্যাশিত প্রত্যাঘাত এলেও কিন্তু ভারতের উন্নত প্রযুক্তি ও আধুনিক অস্ত্রের সম্ভার পাকিস্তানের একের পর এক Drone ও Missile হামলা রুখে দেয়। শুধু তাই নয়, পাকিস্তানের বিভিন্ন এয়ারবেস ও সামরিক পরিকাঠামো কার্যত ধ্বংস করে দেয় India। এবার ভারত-পাক যুদ্ধে অনুপ্রাণিত হয়ে গাজা পুরোপুরি দখল করার হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
Israel inspired by India-Pak war! Now PM Netanyahu will occupy Gaza