scorecardresearch
 
Advertisement

Israel-Iran War News: ইসরায়েলে ঢুকল সাহসী ইরান সেনা, ভয়ে আমেরিকার হুমকি 'দেখে নেবো'

Israel-Iran War News: ইসরায়েলে ঢুকল সাহসী ইরান সেনা, ভয়ে আমেরিকার হুমকি 'দেখে নেবো'

ইজরায়েলে ইরানের শয়ে শয়ে মিসাইল হামলার ঘটনায় বোধহয় সবথেকে অস্বস্তিতে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের আশা ছিল তাঁর মেয়াদ শেষে আগে অন্তত ইজরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ থামবে। অর্থাৎ গাজায় এতদিন পর অবশেষে শান্তি ফিরবে। কিন্তু মানুষ ভাবে এক হয় এক। কারণ হেজবোল্লা নেতা হাসান নাসারাল্লাহর মৃত্যুর পর ইরান সরাসরিভাবে ইজরায়েলের উপর হামলা চালাল। একসঙ্গে পরপর মিসাইল হানার ঘটনায় কার্যত স্তম্ভিত হয়ে যায় বেজ্ঞামিন নেতানিয়াহুর দেশ। কিন্তু পরক্ষণেই আয়রন ডোম-সহ অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের হামলা রুখে দেয় ইজরায়েল। ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, মোটের উপর রুখে দেওয়া গিয়েছে ইরানের মিসাইল হামলা। প্রসঙ্গত, মঙ্গলবার, গোটা দিনটাই প্রায় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে কাটান আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের হামলায় ইজরায়েলের কী ক্ষয়ক্ষতি হল, কতজন প্রাণ হারালেন এসব নিয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন আমেরিকার প্রেসিডেন্ট।

Israel 'plans' to hit Iran's nukes, Biden says response should be proportionate

Advertisement