Advertisement

Qatar এর রাজধানী Doha তে হামলা চালাল Israel, Trump বললেন,'কাতার বন্ধুরাষ্ট্র'

৯ সেপ্টেম্বর কাতারের দোহায় হামলা চালায় ইজরায়েল। হামাস নেতা লুকিয়েছিল বলে দাবি তাদের। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে হামাসের, তা এখনও স্পষ্ট নয়। আলজাজিরাকে হামাস জানিয়েছে, তাদের কোনও লোকসান হয়নি। হামলার নিন্দা করেছে কাতার সরকার । ওয়াশিংটন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প চান অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক।

Advertisement
POST A COMMENT