এবার জাপানে চলবে ভারতের UPI, Paytm, ফোন পে! কারণ সম্প্রতি ভারতের ইউপিআই সিস্টেমে যোগ দেওয়ার জন্য় আগ্রহ প্রকাশ করেছে জাপান। এজন্য তারা গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। টাকা আদান-প্রদানের এই ব্যবস্থা ছাড়াও আরও নানান বিষয়ে কীভাবে এটি পারস্পরিকভাবে ই-আইডি কাজ করবে তা নিয়েও নানান কাজ শুরু হয়েছে। ভারতের ইউপিআই ব্যবস্থা সম্পর্কে বুঝতে জাপান সরকারের পক্ষ থেকে পাঠানো হবে বিশেষ প্রতিনিধি। একটি সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন জাপানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী কানো তারো। এমনকি এই সিস্টেমকে নিজেদের দেশে ব্যবহারের পক্ষেও সায় দেন তিনি।
Japan Explores Ways to Join India's UPI Payment System