Advertisement

Japan EarthQuake: 'জাপানের জন্য প্রার্থনা করুন', ভূমিকম্পের পর প্রবাসী ভারতীয়র ভিডিও কল

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান। চারিদিকে শুধু ধংসের ছবি। এরই মধ্যে লড়াই চলছে বেঁচে থাকার। জাপানে বসবাসকারী ভারতীয়দের জন্য চিন্তায় রয়েছেন পরিবারের মানুষরা। জাপান থেকে ভিডিও কলের মাধ্যমে তার পরিস্থিতি জানায় এক প্রবাসী ভারতীয়। তিনি বলেন, জাপানের জন্য প্রত্যেক ভারতীয় যেন প্রার্থনা করেন।

Advertisement
POST A COMMENT