Advertisement

Tsunami Alert Japan: থরথর করে কাঁপছে! জাপানে মাঝরাতে যখন ফিরল ২০১১-র স্মৃতি, VIDEO

গভীর রাতে কেঁপে উঠল জাপান ৷ সোমবার রাত পৌনে ১১টানাগাদ (ভারতীয় সময়) মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানের প্রধান হোনশু দ্বীপের প্রিফেকচার আওমোরির উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে । রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এই ভূমিকম্পের জেরে ভারতের প্রতিবেশী দেশে সুনামির উচ্চ সতর্কতা জারি করা হয়েছে । ইতিমধ্যে উপকূল লাগোয়া কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে। জাপান মেটিওরোলজিকাল এজেন্সি (JMA) জানিয়েছে, গভীর রাতে তীব্র ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ৷ সেইসঙ্গে কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, উত্তর-পূর্ব উপকূলে ২ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে ৷ বিশেষ করে ইশিকাওয়া প্রিফেকচার এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে । আবহাওয়াবিদেরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগেভাগেই উপকূল এলাকার বাসিন্দারা, পর্যটক সবাইকে দ্রুত উঁচু জায়গায় যেন সরে যান ৷

Advertisement
POST A COMMENT