পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতৃত্ব কার্যত ভেঙে পড়েছে। কয়েক মাস আগেই বাহাওয়ালপুর ও একাধিক ঘাঁটিতে প্রবল হামলা চালায় ভারত। সেই হামলায় সংগঠনের প্রধান মৌলানা মাসুদ আজহারের পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে স্বীকার করলেন জইশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, দিল্লি, কাবুল, কান্দহারের বিরুদ্ধে লড়েছি সীমান্ত রক্ষার নামে। সবকিছু উৎসর্গ করার পর, ৭ মে বাহাওয়ালপুরে ভারতীয় সেনার হামলায় মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায়। ভিডিওতে কাশ্মীরির চারপাশে দেখা গিয়েছে বন্দুক হাতে নিরাপত্তাকর্মীদের। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই স্বীকারোক্তি প্রমাণ করছে যে ভারতীয় সেনার টার্গেটেড স্ট্রাইক জঙ্গি সংগঠনগুলির ভিত কাঁপিয়ে দিয়েছে। সন্ত্রাস দমনে ‘অপারেশন সিঁদুর’ যে বড় সফলতা এনে দিয়েছে, সেটাই উঠে এল জইশ কমান্ডারের মুখে।