লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলার চেষ্টা। জয়শঙ্করের নিরাপত্তা বলয় ভেঙে চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান। একজন বিচ্ছিন্নতাবাদী বিদেশমন্ত্রীর গাড়ির দিকে দৌড়ে গিয়ে পুলিশ অফিসারদের সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। যা নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়।