Advertisement

Kuwait Fire: কুয়েতের অগ্নিকাণ্ডে ৫০ জনের মৃত্যু, ঘুমের মধ্যেই প্রাণ হারালেন ৪০ জন ভারতীয়

কুয়েতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ভবনে ১৯৬ জন শ্রমিককে রাখা হয়েছিল, ভোর ৪টার দিকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে ঘুমের মধ্যেই ৫০ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এদের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। বুধবার ভোর ৪টার দিকে কুয়েতের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছয় তলা ভবনের রান্নাঘরে আগুন লেগে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এখানে বসবাসকারী বেশিরভাগ শ্রমিক রাতের শিফট থেকে ফিরে এসে ঘুমাচ্ছিলেন। অগ্নিকাণ্ডের কারণে অনেকে সুস্থ হওয়ার সুযোগও পাননি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিক ও অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। এনবিটিসি গ্রুপ দক্ষিণ কুয়েতের মাঙ্গাফে এই বিল্ডিংটি ভাড়া নিয়েছিল। কোম্পানিটি তাদের কর্মীদের এই ভবনে থাকার ব্যবস্থা করেছিল। এই ভবনে মোট ১৯৬ জন লোক বাস করত, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি।

Advertisement
POST A COMMENT