scorecardresearch
 

Laziest Citizen Contest: সারাদিন শুয়ে, বসে ফোন ঘাঁটার সুযোগ, 'বিশ্বকুঁড়ে' প্রতিযোগিতায় নাম দেবেন?

Laziest Citizen Contest: সারাদিন শুয়ে, বসে ফোন ঘাঁটার সুযোগ, 'বিশ্বকুঁড়ে' প্রতিযোগিতায় নাম দেবেন?

ছুটির দিনে শুয়ে, বসে কাটাতে কার না ভালো লাগে। কিন্তু সংসারের ও নানা কাজে যে সে আর হয় কোথায়? তাই ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আয়েশ করে দিন কাটানো কার্যত স্বপ্নই থেকে যায়। কিন্তু এমনই সুযোগ রয়েছে আপনার কাছে। 'বিশ্ব কুঁড়ে' প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু শুয়ে থাকতে হবে ঘণ্টার পর ঘণ্টা। যদি ভেবে থাকেন এতক্ষণ কী করে শুয়ে সময় কাটাবেন, তারও উপায় রয়েছে। আপনি শুয়ে মোবাইল ঘাঁটতে পারবেন, বই পড়তে পারবেন। শুয়ে শুয়ে খাবার-দাবার খেতেও সমস্যা নেই। চাইলে ঘুমিয়েও নিতে পারবেন। কিন্তু শুয়ে থাকতে থাকতে উঠে বসা বা দাঁড়ানো চলবে না।

Laziest Citizen contest in Montenegro byt