Advertisement

Lebanon Pager Blast: পেজার বিস্ফোরণে লেবানন মৃত্যুমিছিল, মোবাইল কতটা নিরাপদ?

মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে এক নতুন দিক যুক্ত হয়েছে। আর অস্ত্র বা রকেট নয়, এবার পকেটের মধ্যে ঘুরছে বিস্ফোরক। যেকোনো সময়ে দুমদাম করে ফাটছে পেজার। এই বিস্ফোরণের ফলে কারোর প্রাণ যাচ্ছে, কেউ হাত-পা খোয়াচ্ছেন। লেবাননে লাগাতার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটছে, যার ফলে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ২৮০০ জন।

Advertisement
POST A COMMENT