Advertisement

Indian troops: মালদ্বীপের বিশ্বাসঘাতক প্রেসিডেন্ট মইজ্জু মিথ্যাবাদী! বলছেন খোদ মন্ত্রীই

ঘরে বাইরে চাপ যেন আর পিছু ছাড়ছে না মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জুকে। সর্বশেষ সংযোজন মালদ্বীপেরই প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ তাঁর এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন ভারতীয় সেনা নিয়ে মইজ্জু যা বলছেন তা নাকি সর্বৈব মিথ্যা। কী মিথ্যা বলেছেন প্রেসিডেন্ট মইজ্জু? মলদ্বীপের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট এবং প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, মলদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে মুইজ্জু যা দাবি করেছিলেন, তা অসত্য।

Maldives ex-minister slams Muizzu

Advertisement