অপারেশন সিন্দুরের পর ভারতের ওজর আপত্তিকে উড়িয়ে পাকিস্তানকে মোটা অঙ্কের ঋণ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাকিস্তানকে ১০০ কোটি ডলারের বেলআউট প্যাকেজ দিয়েছে IMF। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে মোটা অঙ্কের ঋণ পেলেও কিন্তু শাহবাজ শরিফের দেশের পক্ষে একটা অশনি সঙ্কেতও রয়েছে। সম্প্রতি আমেরিকার প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে পাকিস্তান থেকে তাদের যাবতীয় অফিস বন্ধ করে দেওয়া হল। এই সিদ্ধান্তের ফলে কিন্তু পাকিস্তানের মাটিতে মাইক্রোসফটের সব কাজই বন্ধ করে দেওয়া হল। এমনিতেই পাকিস্তানের কার্যত ভিখিরির দশা। আন্তর্জাতিক অর্থ নিয়ামক সংস্থাগুলি থেকে সাহায্য পেলেও কিন্তু এখনও অন্য দেশগুলির কাছে বহু টাকা ঋণ করে বসে রয়েছে তারা। এই পরিস্থিতিতে নিজের দেশের দিকে নজর দেওয়ার কোনও সদিচ্ছাই নেই পাকিস্তানের। তাই তিতিবিরক্ত হয়েই পাকিস্তান থেকে কার্যত অফিস ও যাবতীয় কাজকর্ম গোটানোর সিদ্ধান্ত নিল আমেরিকার টেক জায়ান্ট।
Microsoft leaving Pakistan