Advertisement

Mysterious Pneumonia In China: চিনে আবার নতুন রোগে হাসপাতাল ভর্তি, ছড়ালে বিশ্বজুড়ে বাচ্চাদের মৃত্যু

ফের খবরের শিরোনামে চিন। করোনার পরে নতুন ভাইরাস আতঙ্ক। জানা গিয়েছে, বেজিং এবং লিয়াওনিংয়ের শয়ে শয়ে শিশু অজানা এবং রহস্যজনক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলিতে জরুরি অবস্থা কার্যত জারি করা হয়েছে। অনেকেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বেও এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের।

Mysterious Pneumonia In China

TAGS:
    Advertisement