Advertisement

PM Modi Japan Visit: সৌভাগ্য বদলাতে Modi কে 'দারুমা ডল' গিফ্ট করল Japan , USA র Tariff র বোঝা ঘাড় থেকে নামবে?

জাপান সফরে গিয়ে এক অনন্য পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের সৌভাগ্যের প্রতীক 'দারুমা ডল' গিফ্ট পেয়েছেন মোদি। শুক্রবার, ২৯ অগস্ট দুদিনের জাপান সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত-জাপান জয়েন্ট ইকোনমিক ফোরামে যোগ দেন তিনি। তুলে ধরেন দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা। তার পরে যান শোরিনজান দারুমা-জি মন্দিরে। সেখানেই মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোসে মোদির হাতে তুলে দেন সৌভাগ্যের প্রতীক এই 'দারুমা ডল'। সৌভাগ্যের পাশাপাশি এই 'দারুমা ডল'-কে জাপানি সংস্কৃতির অবিচ্ছেদ্য এই পুতুলকে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের প্রতীক হিসাবেও ধরা হয়।

Narendra Modi receives daruma doll gift during Japan visit

Advertisement