scorecardresearch
 
Advertisement

Climbs Mount Everest: 27 বার মাউন্ট এভারেস্ট জয়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের শেরপা

Climbs Mount Everest: 27 বার মাউন্ট এভারেস্ট জয়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের শেরপা

একবার-দুবার নয়, 27 বার মাউন্ট এভারেস্ট জয় করে নিজেরই গড়া নজির ভাঙলেন নেপালের কামি রিতা শেরপা। যারা পাহাড়ে চড়েন তাদের স্বপ্ন থাকে একদিন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করবে। কিন্তু চড়বো বললেই যে চড়া হয়, তেমনটা নয়। বহু পরিশ্রম, কাঠখড় পুড়িয়ে তারপর এক জয় আসে। অনেকে তো আবার মৃত্যুর কোলে ঢোলেও পরেন। আর একবার মাউন্ট এভারেস্ট জয় করতে পারলে গোটা বিশ্ব জুড়ে তার নাম ছড়িয়ে পরে। কিন্তু এমনও এক পর্বতারোহী আছেন যার কাছে এভারেস্ট চড়াটা মুড়ি মরকির মত ব্যাপার। আর এই জন্যই তিনি এভারেস্ট ম্যান নামেই সকলের কাছে বেশি পরিচিত। যার কথা বলা হচ্ছে তার নাম শেরপা কামি রিতা। 53 বছর বয়সি নেপালের এই পর্বতারোহী এই নিয়ে মোট 27 বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠলেন। ভিয়েতনামের একটি পর্বতারোহী দলের পথপ্রদর্শক হিসেবে 17 মে বুধবার সকালে কামি রিতা শেরপা আট হাজার আটশো 49 মিটার উঁচু এভারেস্ট শীর্ষ স্পর্শ করেন বলে নেপালের শেরপা সংগঠনের তরফে জানানো হয়। 2022 সালের মে মাসে 26তম বার এভারেস্ট জয় করেছিলেন কামি রিতা। সেবারও এবারের মতো নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন তিনি। দক্ষিণ-পূর্ব গিরিশিরা যেটিকে সকলে সাউথ কল রুট বলেই বেশি চেনে, সেটাই হল এভারেস্টে ওঠার প্রথাগত পথ। আর এই সাউথ কল রুট ধরে কামি রিতা শেরপার নেতৃত্বে ওই দলটি শিখর জয় করে। 1953 সালে এই পথ ধরেই প্রথম এভারেস্টে জয় করেছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। মূলত এক জন পর্বতারোহীকে এভারেস্টে উঠতে গেলে প্রায় 25 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। নেপাল বা তিব্বত সরকারের কাছ থেকে ক্লাইম্বিং পারমিট, বোতলজাত অক্সিজেন এবং হাই অ্যাল্টিটিউড গিয়ারের জন্য আবার নয় নয় করে 9 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। এর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ এবং বুট।

Nepali Climber Makes Record, Climbs Mount Everest For 27th Time.

Advertisement