New Jersey Durga Puja 2023: নিউ জার্সিতে নিশ্চিন্দিপুর, দুর্গাপুজোয় অপু-দুর্গার শৈশব দেখবে আমেরিকা
New Jersey Durga Puja 2023: নিউ জার্সিতে নিশ্চিন্দিপুর, দুর্গাপুজোয় অপু-দুর্গার শৈশব দেখবে আমেরিকা
- কলকাতা,
- 26 Aug 2023,
- Updated 4:47 PM IST
আমেরিকার নিউ জার্সি। গতবার সেখানে পুজো করে তাক লাগিয়ে দিয়েছিল ত্রিনয়নী। এবার সেই পুজো কমিটির তরফে করা হচ্ছে থিম পুজো। 'পথের পাঁচালী'-র সেই নিশ্চিন্দিপুর গ্রাম আর অপু-দুর্গার শৈশবকে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।