Advertisement

India China Disengagement: স্যাটেলাইটে প্রমাণ, মোদির প্রতাপে সীমান্ত থেকে সেনা সরাচ্ছে চিন!

পূর্ব লাদাখের ডেমচোক এবং ডেপসাং –ভারত-চিন সীমান্তে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনাপূর্ণ জায়গা ছিল। এবার দেখা গেল এই দুই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের কাজ শুরু করেছে ভারত ও চিন। জানা গিয়েছে দুই দেশের মধ্যে দুই এলাকা থেকে অস্থায়ী সেনা ছাউনি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে চিন। ভারতীয় সেনাও সংশ্লিষ্ট এলাকার পিছনের অবস্থানে সামরিক সরঞ্জামগুলি ফিরিয়ে আনতে শুরু করেছে বলে জানা গিয়েছে। আর তা শুধু মুখের কথায় নয়, স্যাটেলাইটে প্রমাণ মিলেছে সেই ছবি।

India China Disengagement

Advertisement