মহাকাশে আরও এক সৌরজগত রয়েছে। আর সেখানেও সূর্যকে ঘিরে ঘুরপাক খাচ্ছে সাত সাতটি গ্রহ। যা একেবারে পৃথিবীর মতোই দেখতে। নাসার টেলিস্কোপে ধরা পরেছে এই মহাজাগতিক বিষয়। মহাকাশে না জানি কত না অজানা রহস্য লুকিয়ে রয়েছে। রোজ কিছু না কিছু তথ্য সামনে আসছে। অজানা মহাকাশ নিয়ে লাগাতার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।
New Solar System found in space