Advertisement

USA Election: 'মোদির ভারত আমাদের দুর্বল ভাবে', আমেরিকার ভবিষ্যতের প্রেসিডেন্টের গলায় ভয়!

ভারত সম্পর্কে উদ্বেগের সুর শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থীর গলায়। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি বলেছেন, ভারত নাকি আমেরিকাকে দুর্বল মনে করে। সে জন্য পুরোপুরি ভরসা করে না। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তব। প্রসঙ্গত, আমেরিকার আসন্ন প্রেসেডিন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন নিকি হ্যালি। ফক্স বিজনেজ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ভারত ও আমেরিকার সম্পর্ক এখন অনেকটাই উন্নত হয়েছে। আস্থা ও বিশ্বাসের বাতাবরণে ভর করে মজবুত হয়েছে কূটনৈতিক সম্পর্কও।

USA Election News

Advertisement