Advertisement

Pahalgam Attack Protest In London: 'ইজরায়েলে যা ঘটেছিল, সেটাই হয়েছে ভারতে', লন্ডনে ভারতীয়দের পাশে ইহুদিরাও

পহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে লন্ডনে পাকিস্তানের দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখালেন প্রবাসী ভারতীয়রা। ওই বিক্ষোভে জাতীয় পতাকার সঙ্গে ইজরায়েলের পতাকাও দেখা গেল। প্রবাসী এক ভারতীয় বললেন,'আমি ভারতীয় ইহুদি। এখানে ইহুদির সবসময় ভারতের সমর্থন করেন। ৭ অক্টোবর যা ঘটেছিল ইজরায়েলে, সেটাই হয়েছে ভারতে। আমরা সবসময় পাশে আছি'।

Advertisement
POST A COMMENT