আরও একবার স্পষ্ট হয়ে গেল সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তান সরকারের আঁতাঁত। ভারতের অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে দেখা গেল পাকিস্তানি সেনাকে। স্যালুটও করেন পাক জওয়ানরা। ফুল পাঠিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি। অন্যদিকে দোয়া পড়েন লস্করের কমান্ডার হাফিজ রউফ।