এবার নিজের দেশেই কোণঠাসা হলেন Pakistan র সেনাপ্রধান ফিল্ড মার্শাল Asim Munir। পাকিস্তানের এক সাংসদ প্রকাশ্যে আসীম মুনীরকে বলেছেন, আপনি Afghanistan র কাবুলে বোমা ফেলেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ইসলামাবাদেও কেউ বোমা ফেলবে। তিনি বলেন, আপনি যদি শত্রুদেশে হামলা করে বলেন যে আপনি সঠিক কাজ করেছেন, তাহলে ভারতও মুরিদকে, বাহওয়ালপুর ও পাক অধিকৃত কাশ্মীরের যে সমস্ত এলাকায় জিহাদি কাজকর্ম হয় সেখানে বোমা ফেলেছে সেক্ষেত্রে আপনার আপত্তি করছেন কেন? আর যদি আপত্তি করেন তাহলে আফগানিস্তানের কাবুলে হামলা করার ক্ষেত্রে আপনার দ্বিমুখী নীতি কেন। পাকিস্তানের যে সাংসদ আসীম মুনীরের উদ্দেশে এই মন্তব্য করেছেন তাঁর নাম ফাজরুল রহমান। কী বলেছেন , তিনি শুনব।
pakistan army chief asim munir faces criticism at home