কাঙাল, জিহাদিদের আশ্রয়দাতা, যুদ্ধবাজ। এইসব তকমা তো ছিলই। এবার জুটল শিক্ষিতদের ঠাঁই নেই এই তকমা। আমরা বলছি India র প্রতিবেশী দেশ পাকিস্তানের কথা। সম্প্রতি একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এসেছে। তাতে বলা হচ্ছে গত দুবছরে Pakistan থেকে পাততাড়ি গুঁটিয়েছেন প্রায় পাঁচ হাজার Doctor, এগারো হাজার Engineer ও ১৩ হাজার Accountant। Shehbaz Sharif র আমলে Pakistan যে কত বড় সংকটের মুখে পড়েছে তা এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। এখানেই শেষ নয় তথ্য বলছে ইন্টারনেট শাট ডাউনের ফলে পাকিস্তানে কাজ হারাতে পারেন ২৪ লক্ষ ফ্রিল্যান্স কর্মীও।
Pakistan faces brain drain amid economic crisis