ভিখিরির দশা Pakistan র। এমন অবস্থা যে লোন পেতে শেষ পর্যন্ত দেশের সরকারি বিমান সংস্থাকে বেচে দিচ্ছে। কী ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। পাকিস্তানের সরকারি বিমান সংস্থা PIA যেতে চলেছে সেনার হাতে। এমনই জল্পনা চলছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF) থেকে ঋণ পাওয়া নিশ্চিত করতে Pakistan International Airlines বিক্রি করা হচ্ছে।
Pakistan international airlines may be sold to get imf loan