পাকিস্তানে চলছে গণকবর। লাশের পর লাশ মিলছে কাদা-মাটি জল মাখামাখি অবস্থায়। এই মুহূর্তে মৃত্যু উপত্যকার আরেক নাম পাকিস্তান। হড়পা বানে কার্যত মাটিতে মিশে গিয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। কয়েকশো মানুষ নিখোঁজ। মৃত্যুর সংখ্যা এক হাজার পেরিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।