Advertisement

Pakistan News: ভারতের Missile এ কাগজের মতো উড়ে গিয়েছে পাকিস্তানি JF17! মুখপোড়া এই বিমান কিনছেই না কেউ

অপারেশন সিন্দুরেই পাকিস্তানের সেনা ও সমরাস্ত্রের দম কত তা বোঝা হয়ে গিয়েছে ভারত তথা গোটা বিশ্বের। মুখে মারিতং জগৎ। পাকিস্তানের পরমাণু অস্ত্রের মুখ নাকি ভারতের দিকে মুখ করে রাখা আছে। প্রয়োজন পড়লে তা ব্যবহার করা হবে। এমন হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু শুধু মুখে বড়বড় কথা বললেই তো হল না। দেশের আর্থিক অবস্থা তো যাকতে বলে ভাঁড়ে বা ভবানী। আর তাই ভারতের মতো নিজের দেশের ফাইটার জেট, ড্রোন বিক্রির চেষ্টা করছে অন্য দেশের কাছে। কিন্তু অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের ফাইটার জেট JF-17এর কী দশা করেছিল ভারতীয় সেনা তা দেখেছে গোটা বিশ্ব। তাই জেনে শুনে দেশের প্রতিরক্ষার কাছে কে আর নড়বড়ে ফাইটার জেট কিনতে চায়। আর সেটাই হচ্ছে পাকিস্তানের সঙ্গে। জানা গিয়েছে, টানা বেশ কয়েক মাস ধরে একটানা চেষ্টা চালালেও একটিও JF-17 ফাইটার জেট বিক্রি করতে পারেনি শাহবাজ শরিফ সরকার। যেটা জানা যাচ্ছে ১৩টি দেশের সঙ্গে এনিয়ে কথাবার্তা চলছে পাকিস্তানের। যদিও, কোনও আলোচনাই ফলপ্রসূ হয়নি বলে জানা গিয়েছে। যদিও এর পিছনে আন্তর্জাতিক মহলের চাপকেই দায়ি করেছে পাকিস্তান। বিশেষজ্ঞদের মত সামরিক শক্তি এবং রপ্তানি সম্ভাবনা তুলে ধরে, নিজের দেশের অর্থনৈতিক দুর্দশা এবং কূটনৈতিক সমস্যা থেকে মনোযোগ ঘরানোর চেষ্টা করছে সরকার।

pakistan unable to sell jf-17 fighter jets byt

Advertisement