Advertisement

Pakistani Airlines Ramzan Rule: রমজানে রোজা রাখলে নাকি প্লেনে উঠতে দেওয়া হবে না! হঠাৎ কেন এই নিয়ম?

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মুসলিম ধর্মালম্বী মানুষ এই রমজান মাসে রোজা অর্থাৎ উপবাস পালন করে থাকেন। কিন্তু ডিউটিতে থাকলে রমজান মাসে রোজা পালনে নিষেধাজ্ঞা জারি করেছে একটি বিমান সংস্থা। এই নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকরী বলেই মনে করছেন বিমান পরিবহণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। জানা গিয়েছে পাইলট ও প্লেনের ক্রুদের জন্য এই নির্দেশিকা জারি করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা PIA। নির্দেশিকায় জানানো হয়েছে যেদিন গুলিতে ডিউটি থাকবে সেই দিনগুলি রোজা বাউপবাস রাখতে পারবেন না পাইলট ও ক্রুরা।

Pakistani Airlines Ramzan Rule

Advertisement