কেবলমাত্র আপনিই আমাদের পারমাণবিক বিপর্যয় থেকে বাঁচাতে পারেন। প্রধানমন্ত্রী মোদিকে আহ্বান পাকিস্তানি নেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে একটি চিঠি এসেছে, যা দক্ষিণ এশিয়া জুড়ে তোলপার ফেলে দিয়েছে। আর সেই চিঠিতে সাহায্যের জন্য মরিয়া আর্তনাদের কথা লেখা আছে। একজন পাকিস্তানি নেতা ওই চিঠিতে লিখেছেন- তার দেশ বিপদের দিকে ধাবিত হচ্ছে, এবং তিনি বিশ্বাস করেন যে কেবলমাত্র প্রধানমন্ত্রী মোদিই এই বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারেন।
Pakistani leader appeals to prime minister Modi to avert nuclear disaster