Advertisement

PM Modi Arrived in France For AI Action Summit: প্যারিসে মোদী-ম্যাক্রোঁ 'দোস্তি', ফ্রান্সের AI পার্টনার ভারত?

২ দিনের ফ্রান্স সফরে পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে আয়োজিত হতে চলা 'AI অ্যাকশন সামিট'-এ যোগ দেবেন মোদী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সাক্ষাত্‍ হয়েছে। এরপর বুধবারই ফ্রান্সের মাটি ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী। সেদিন তিনি পাড়ি দেবেন আমেরিকায়। বুধেই ট্রাম্পের দেশে পৌঁছে যাবেন মোদী। তার আগে ফ্রান্সে রয়েছে নরেন্দ্র মোদীর একগুচ্ছ কর্মসূচি।

Advertisement
POST A COMMENT