Advertisement

LaGuardia Airport: মুহূর্তের Video Viral! New York এ এক প্লেনের পেটে গিয়ে ধাক্কা মারল অন্য প্লেন

12 জুন Ahmedabad র দুর্ঘটনার খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171 দুর্ঘটনার ঘটনায় বহু মানুষের প্রাণ চলে গিয়েছে। তারপরও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে America য় বিমান দুর্ঘটনা সবচেয়ে বেশি। সম্প্রতি বিমানবন্দরে দুই যাত্রিবাহী বিমান একে অপরের সঙ্গে লাগে। আর তারপরই বিমানবন্দরে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়।

Plane accident at LaGuardia airport in New York

Advertisement