Advertisement

PM Modi: প্যারিসের গ্র্যান্ড প্যালেসে AI অ্যাকশন সামিটে মোদী, ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে

প্যারিসের গ্র্র্যান্ড প্যালেসে AI অ্যাকশন সামিটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কাছে কৃতজ্ঞ এই সম্মেলন আয়োজন করার জন্য এবং আমাকে এর সহ-সভাপতির জন্য আমন্ত্রণ জানানোর জন্য। তিনি বলেন, 'AI ইতিমধ্যেই আমাদের অর্থনীতি, নিরাপত্তা এবং এমনকি আমাদের সমাজকে নতুন করে তৈরি করছে। AI এই শতাব্দীতে মানবতার জন্য কোড লিখছে..."

Advertisement
POST A COMMENT