Advertisement

PM Modi-Joe Biden: হোয়াইট হাউসে নৈশভোজে মোদী-বাইডেন একে অপরকে কী উপহার দিয়েছিলেন?

বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আয়োজন হয় নৈশভোজের। বাইডেন এবং তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দু'তরফেই চমকপ্রদ উপহার দেওয়া হয়। জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে ২০ শতকের গোড়ার দিকে হাতে তৈরি প্রাচীন আমেরিকান বই গ্যালি উপহার দিয়েছেন। একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা। জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার পেটেন্টের একটি আর্কাইভাল রেপ্লিকা এবং আমেরিকান বন্যপ্রাণী ফটোগ্রাফির একটি হার্ডকভার বই। জিল বাইডেন প্রধানমন্ত্রীকে 'রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতা'-র একটি স্বাক্ষরিত, প্রথম সংস্করণের অনুলিপি উপহার দেন। বাইডেনকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারগুলি হল, পঞ্জাবে তৈরি ঘি, মহারাষ্ট্রের তৈরি গুড়,উত্তরাখণ্ড থেকে চাল, ২৪ ক্যারাট হীরে, পশ্চিমবঙ্গের কারিগরদের তৈরি রুপোর নারকেল ইত্যাদি।

Advertisement
POST A COMMENT