Advertisement

PM Modi:'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি..., রাশিয়া-ভারতের বন্ধুত্ব প্রসঙ্গে রাজকাপুর-মিঠুনের প্রশংসা মোদীর

রাশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, "একসময় এখানে প্রতিটি ঘরে ঘরে গানটি গাওয়া হতো, 'স্যার পে লাল টপি রুসি, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি।' এই গানটি হয়ত পুরনো হয়ে গেছে, কিন্তু আবেগ চিরসবুজ, রাজ কাপুর, মিথুন দা-এর মতো শিল্পীরা ভারত ও রাশিয়ার বন্ধুত্বকে আরও শক্তিশালী করেছেন। আমাদের সম্পর্কের শক্তি বহুবার পরীক্ষা করা হয়েছে এবং প্রতিবারই আমাদের বন্ধুত্ব ফুটে উঠেছে। আমি বিশেষ করে আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বের প্রশংসা করতে চাই।

Advertisement
POST A COMMENT