Advertisement

PM Modi visit to Guyana: গায়ানার জর্জটাউনের ‘কি টু দ্য সিটি’ উপহার মোদীকে, প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা

দুদিনের সফরে গায়ানা গেছেন প্রধানমন্ত্রী মোদী। সফরকালে তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গায়ানার পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে ক্যারিবিয়ান অংশীদার দেশগুলির নেতাদের সঙ্গেও যোগ দেবেন। জর্জটাউনের ‘কি টু দ্য সিটি’ উপহার দেওয়া হয় মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্জটাউনের একটি হোটেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গায়ানায় ভারতীয় প্রবাসী সদস্যদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

Advertisement
POST A COMMENT