দু'দিনের কুয়েত সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপসাগরীয় অঞ্চলে ভারতের কূটনৈতিক দৌত্যের মাইলফলক হতে চলেছে তাঁর এই সফর। চার দশকের মধ্যে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর। শেষবার ১৯৮১ সালে কুয়েত সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কুয়েতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অনাবাসী ভারতীয়রা। কুয়েতে রামায়ণ-মহাভারতের আরবিতে অনুবাদ করেছেন এক লেখক। তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন মোদী।