তিনি বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতাদের মধ্যে অন্যতম। তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। বিশ্বের বিভিন্ন দেশ তাঁকে নানা সম্মানে সম্মানিত করেছে। এবার ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এই সম্মান দেওয়া হল। মঙ্গলবার মোদীর গলায় সাউদার্ন ক্রস মেডেল পরিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা বললেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ভারত ও ব্রাজিলের সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।