Advertisement

'আমাদের বন্ধুত্বে..,' Xi Jinping কে হিন্দিতে কী বললেন PM Modi?

দীর্ঘ ১০ মাস পর দ্বিপাক্ষিক বৈঠক করলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। নির্ধারিত সময়ের কিছুটা আগেই রবিবার এই বৈঠক শুরু হয়। চলে ঘণ্টাখানেক। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস, ভরসা, সংবেদনশীলতা এবং সম্মানের কথা বললেন। শি জিনপিং জানালেন, দুই দেশের বন্ধুত্ব দৃঢ় হওয়া প্রয়োজন। নরেন্দ্র মোদী লেন, 'চিন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র মানবজাতির। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে।' শি জিনপিং বলেন, 'বিশ্বে নানাবিধ বদল আসছে। চিন এবং ভারত দু'টি সবচেয়ে সভ্য দেশ। বিশ্বের দুই জনপ্রিয় দেশ এবং গ্লোবাল সাউথের অন্তর্গত আমরা। আমাদের মধ্যে বন্ধুত্ব থাকা প্রয়োজন। ভাল প্রতিবেশী হয়ে থাকা বাঞ্ছনীয়। ড্রাগন এবং এলিফ্যান্টকে একে অপরের কাছাকাছি আসতে হবে।'

pm narendra modi meets china president xi jinping in tianjin

Advertisement
POST A COMMENT