দু'দিনের সিঙ্গাপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গাপুরে প্রচুর অনাবাসী ভারতবাসী থাকেন। একটি এলাকা তো 'লিটল ইন্ডিয়া' নামেও খ্যাত। সেখানেই রয়েছে সিঙ্গাপুরের অন্যতম পুরনো হিন্দু মন্দির শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দির। ১৮৫৫ সালে এই মন্দিরটি তৈরি হয়েছিল। দক্ষিণী রীতি মেনে নির্মিত এই মন্দির। সিঙ্গাপুর সফরকালে পেরুমল মন্দিরে পুজো দেবেন মোদী।