Advertisement

Ghana: পৃথিবী কবে ধ্বংস হবে? ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে আশি লাখের গাড়ি কিনে ফেললেন Ebo Noah! তারপর...

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুদূর Africa র Ghana এ কিন্তু এই বিশ্বাস করে কার্যত প্রতারিত হলেন বহু মানুষ। কী হয়েছিল? জানা গিয়েছে ইবো নূহ নামে একজন ঘানার বাসিন্দা ভবিষ্যদ্বাণী করেন, ২০২৫-এর ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঈশ্বর নাকি তাঁকে সেই বার্তা দিয়েছেন। তিনি জানান প্রবল ঝড়বৃষ্টি শুরু হবে। তিন দিন ধরে চলা এই প্রবল ঝড়-বৃষ্টিতে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এর থেকে বাঁচতে নাকি তিনি ১০টি নৌকা তৈরি করেছেন। যারা এই দুর্যোগ থেকে বাঁচতে চান তাঁরা এই নৌকায় আশ্রয় নিতে পারেন। আর এরজন্যই নাকি তিনি অনুদানও নিতে শুরু করেন। Youtube এ নিয়মিত এনিয়ে Video Post করতে থাকেন Ebo Noah।

Prediction of the world ending on Christmas 2025 in Ghana

TAGS:
Advertisement