বিক্ষোভের আগুনে পুড়ছে Iran। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে শুরু করে, ইরানের মুদ্রার ব্যাপক হারে পতন-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন ইরানের মানুষ। বিক্ষোভকারীদের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei। যদিও ইরানের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দমনে চেষ্টার কোনও কসুর করেনি সরকার। অসমর্থিত সূত্রের খবর ৫০০-এর বেশি বিক্ষোভকারী জানে শেষ হয়ে গিয়েছেন ইরানে। এদিকে ইরানে বিক্ষোভকারীদের উপর হামলা হলে পাল্টা ইরানের উপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন America র President Donald Trump।
protests ignite turmoil in Iran