Advertisement

Rocket Attack on Israel from Gaza: জ্বলছে বাড়ি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু, ইজরায়েলের ওপর রকেট হামলা গাজার, VIDEO

গাজার হামাস বাহিনী শুক্রবার রাতে গাজা থেকে ৫,০০০-এর বেশি রকেট ছুড়েছে বলে সরকারের অভিযোগ। এর সমর্থনে ভিডিয়ো ফুটেজও প্রকাশ করেছে ইজরায়েল। তাদের দাবি, হামাস বাহিনী 'অপারেশন আল আকসা ফ্লাড' শুরু করেছে গাজায়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তরফে শনিবার বিবৃতিতে বলা হয়েছে, 'হামলাকারী জঙ্গিদের জবাব দেওয়া হবে।'

Advertisement
POST A COMMENT