কাশ্মীরের Pahalgam এ যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত। Operation Sindoor চালিয়ে Pakistan এর মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে India। আর তা দেখে ভয়ে থ পাকিস্তান সরকার। এই অবস্থায় বারত নিজের শক্তি বাড়িয়ে চলেছে। কখন পাকিস্তান ফের হামলা করে বসবে কেউ জানে না। সম্প্রতি Brahmos ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ তৈরির জন্য ভারত ও Russia আলোচনা শুরু করেছে।
Russia begin talks on advanced Brahmos production after India's operation sindoor against Pakistan