ইউক্রেন এয়ারস্পেস বন্ধ করে দেওয়ায় রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দর থেকে ভারতীয়দের নিয়ে আসার ব্যবস্থা করা হয়। সেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন ভারতীয় পড়ুয়ারা। পডুয়ারা জানান, তাঁরা একদিন, একরাত সেখানে দাঁড়িয়েছিলেন। তাঁদের আরও অভিযোগ, দূতাবাসের তরফে তাঁদের সাহায্যও করা হয়নি। মহিলারা জানান, তাঁদের রোমানিয়া বর্ডার থেকে বুখারেস্ট বিমানবন্দরে আসতেও বেশ সমস্যায় পড়তে হয়। অনেকে জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন।
Indian Students Stuck in Snowfall at Romania Airport