Advertisement

Space News :রহস্যময় গুহার খোঁজ চাঁদের মাটিতে পেল বিজ্ঞানীরা, মানুষ কি থাকবে এবার?

চাঁদের মাটিতে রহস্যময় গুহা। জানেন এই গুহা সম্পর্কে কী তথ্য সামনে এল? আসলে চাঁদ নিয়ে আমাদের আলোচনার শেষ নেই। আর গবেষনায় উঠে আসছে রোজই প্রায় নতুন নতুন তথ্য। এবার এই রহস্যময় গর্তকে নিয়ে সামনে এল এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গুহাটির অবস্থান চাঁদের ‘শান্তসাগরে’র কাছে। ১৯৬৯ সালে যেখানে নিল আর্মস্ট্রংদের নিয়ে অ্যাপলো ১১ নেমেছিল সেখান থেকে ২৫০ মাইল দূরে অবস্থিত ওই গুহা। মনে করা হচ্ছে সুদূর অতীতে লাভা উদ্গীরণের ফলে সৃষ্টি হয়েছিল সেটি। সেটি ১৩০ ফুট চওড়া ও তার দৈর্ঘ্য সম্ভবত ১০ গজ বা তার চেয়েও বেশি।

scientists discover cave on moon

TAGS:
Advertisement